ইন্দ্রাণী সরকার







বর্ষায় তুমি 



রুমঝুম বরষায় তুমি কি এখনো হেঁটে যাও
পায়ে মেখে শিশিরের ঘ্রাণ সবুজ ঘাসে ঘাসে ?
কদম ভেজা জল টুপ টুপ করে ঝরে পড়ে
তোমার গা হতে, খোলা চুল বাতাসে হয়ে
যায় এলোমেলো, চোখের পাতা ভিজে যায়
বৃষ্টির ফোঁটায়, তিরতির কাঁপে মেহগনি ঠোঁট |
হাওয়ায় হাওয়ায় পাতায় পাতায় নতুন ছন্দ,
নদীর ঢেউয়ে কেঁপে কেঁপে যায় মেঘের ছায়া |


নিউইয়র্ক ।


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.