প্রিয়দীপ








ক্ষুধার্ত !!

ভেসে আসবে ঘণ্টা ধ্বনির সুর
আর একটু পরেই ,
মাথা উঁচু করে দাঁড়ানো সাদা দালান বাড়িটা থেকে –
ঝুপড়ীর  দু’এক কদম দুরেই ।

ভোর পেরুলেই সেজে উঠবে নব আঙ্গিকে ক্ষণিকের অহংকার
ক্ষণিকের বীরত্ব – ক্ষণিকের উদার মমত্ব বোধ ,
ক্যামেরার ঝলসে উঠবে - সাময়িক সভ্যতা – পুঁজিবাদী হুংকার
যেন আজ আরও একদিন , স্খলিত করা  পাপের ঋণ শোধ ।

হা হা  , লজ্জার অবকাশ নেই , পেটে দুমড়ানো ক্ষিধে
আমরা হাসবো , আমরা আজ ভাসবো
সারি সারি লাইন দিয়ে , সাক্ষাৎ প্রভু সমীপে
তোমাদের  গুন গান গাইবো ।

আমাদের দরকার - ভীষণ দরকার
প্রতিদিন  নাটুকে তোমাদের আতিথ্য -
পেল্লাই কাঠে , হাতে পায়ে পেরেক মারা প্রতিদিন যীশুর জন্ম  হোক
আমরা ভীষণ খুশী হবো -  রোজ যে থাকি ক্ষুধার্ত ।


উত্তরবঙ্গ ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আমাদের দরকার - ভীষণ দরকার
    প্রতিদিন নাটুকে তোমাদের আতিথ্য -
    পেল্লাই কাঠে , হাতে পায়ে পেরেক মারা প্রতিদিন যীশুর জন্ম হোক
    আমরা ভীষণ খুশী হবো - রোজ যে থাকি ক্ষুধার্ত ।
    -------------

    গ্রুপে সম্ভবত পড়েছি । আরও একবার পড়লাম । এককথায় আবারো অবিভুত হয়ে পড়লাম ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন