ইমেল নাঈম





ত্রুটিপূর্ণ হিসেব নিকেশ

সময় দৌড়ে পালায় উল্কার গতিতে ,
জীবনও গুটিসুটি পায়ে এগিয়ে যায়
শেষ বিন্দুর খোঁজে ।
সরলরেখার মতো সহজ নয় জীবনের হিসেব ,
বক্ররেখার জটিলতা জাপটে ধরে আমাকে ।
জীবনের নামজারী খতিয়ানের সমাপনই জের
টানতে টানতে আজ বড্ড ক্লান্ত ,
তবুও নির্বোধ আমি পড়ে থাকি অর্থহীন সুখ কল্পনায় ।
ভুল অংকের , ভুল হিসেব মেলাতে গিয়ে জীবনের
খাতায় লেগেছে অজস্র রক্তিম কাটাছেড়া দাগ ।
কিন্তু মন নামক পাখিটা আজও বিরামহীনভাবে
তোমার বৃত্তাকার কেন্দ্রপথে ঘুরপাক খায় ।
জানই তো প্রিয় সবকিছুই শেষ হয়ে গেছে ,
এখন তুমি নও আমার, আমিও নই তোমার ।
তারপরও কিসের যেন পিছুটান ঘীরে থাকে ,
আর মনের মাঝে অনুরণিত হয় ভালবাসি তোমায় ।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ