তাসলিমা খানম







ঐ বিশাল আকাশ হতে আসো ফিরে

বিশাল ঐ আকাশ টাতে
গুনছি যত তারা ,
তারাগুলো যখন করে
আমায় ঈশারা ,
আমি মাথা হেলিয়ে ইঙ্গিত করে বলি
আসবো কেমন করে ,
ওকে একলা ফেলে ।
ও যে আছে
আমার কোলে মাথা রেখে
পরম নিশ্চিন্তে !!
আমি আছি আপন হয়ে
ওর হৃদয়ের অনেক কাছে ।
আমি ভাবি যতই এলোমেলো ,
সে আমার অধর ধরে কাছে টেনে বলে ,
তুমি তাকাওনা কেন , আমার চোখে চোখে ?
ঐ বিশাল আকাশে তুমি কি খোঁজ ?
আমায় রেখে যা পেতে চাও ,
হারিয়ে যাবে -ঐ দুরের দুরাশায় ।
ফুঁপিয়ে উঠবে হতাশার ক্ষোভে -
আস ফিরে ,
পাওয়া না পাওয়ার
সোহাগ ভরা এই বুকে !!

ঢাকা ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ