ঊষসী ভট্টাচার্য







দাবানলে আমি...

আমার জন্মের সূত্রপাতে
তুমি রক্ত দিয়ে ছবি এঁকেছো ,
ভুলেছো রঙ তুলির ব্যবহার ।
আকাশের চাঁদোয়া টেনেছো
আমার শরীর ঘিরে,
তাতেও বেনামী লজ্জা ঢাকেনি ,
পঞ্চপাণ্ডবের সভা থেকে
আজ নগ্ন পৃথিবীর নিশ্চল আলোকে,
একের পর এক শাড়ি টেনে নিলেও
বেহায়া করে তুলতে পারোনি আজ ও ।
কত কানাঘুষো পড়শির
ঢলানি মেয়ের রংতামাশা দেখে তারা
ভালো ছেলের পাশবিক হাত,নয় ।
মেয়ে মানুষের শরীরে লাঞ্ছনাই দেখলে শুধু?
যে নাড়ি কেটে জন্ম দিতে পারে,
সে রক্তবীজের রক্তও পান করে আশ্লেষে ,
সেও দানবী হতে পারে তোমারই ভুল শুধরে দিতে ... !


কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন