
নারীত্বঃ (১)
প্রখর রৌদ্র পুড়িয়েছে নারীকে
সমাজের কলঙ্ক নিঃশেষ করেছে নারীকে
নারীর নারীত্ব কখন গৌরবে
কখন মিশে যায় ধূলিকণার সাথে
কাজ শেষ ছুড়ে ফেল এই ত শেষ কথা।
তবু মুখোশের সমাজ চায় এই নারীকেই
অন্তঃসত্ত্বা- দশ মাসের কষ্ট
সব অসহ্য!
ভাগ্যকে কষাঘাত কেবলই।
গুটিয়ে গেছে ভয়ে নারীত্ব
নারী হারিয়েছে শাড়ির কোঁচে
সূর্য দেখে যা
তোর ঝলসে যাওয়া নারীকে।।
অদ্রিজা মিত্র
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৫, ২০১২
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৫, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন