অদ্রিজা মিত্র








নারীত্বঃ (১)

প্রখর রৌদ্র পুড়িয়েছে নারীকে
সমাজের কলঙ্ক নিঃশেষ করেছে নারীকে
নারীর নারীত্ব কখন গৌরবে
কখন মিশে যায় ধূলিকণার সাথে
কাজ শেষ ছুড়ে ফেল এই ত শেষ কথা।

তবু মুখোশের সমাজ চায় এই নারীকেই
অন্তঃসত্ত্বা- দশ মাসের কষ্ট
সব অসহ্য!
ভাগ্যকে কষাঘাত কেবলই।

গুটিয়ে গেছে ভয়ে নারীত্ব
নারী হারিয়েছে শাড়ির কোঁচে
সূর্য দেখে যা
তোর ঝলসে যাওয়া নারীকে।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ