ইন্দ্রাণী সরকার







জীবনের ইতিকথা

ঘুম ভেঙে ভোরের আলোকে
জানাই আমার সাদর সম্ভাসন,
নিরলস কর্মে সৃজনশীল চিন্তায়
যেন ব্যপৃত থাকে এ মনন |
সাড়াহীন পাড়াতে আজ শুধু
জাগে এক মৌন মুখরতা
কথাহীন ভাষাতে বিমুগ্ধ মনে
পাপড়ির নরম পেলবতা |
জীবন বড়ই নির্মম সত্য
কেউ কাছে এসে যায় দূরে,
নিছক কথায় কেন বা বাঁধা
মিছে ডাকা মনের অন্তপুরে |

আসলেই তারা চরম ফাঁকি
বাহির জৌলুসে প্রলুব্ধ মনন |
অন্তরের সোনা পাবে না তারা
অনেক দূরে হারাব যখন ||

ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on ডিসেম্বর ১৫, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.