প্রত্যাগমন
দূরে গেলে
বুঝতে পার না অমাবস্যার মতন
অবুঝ আঁধারে ফুঁসে ওঠে
হৃদয় ক্ষরণ।
জানি, একমনে
প্রত্যাগমন চাও? অহমিকাটুকু
রেখে এস এবার নয়ত
আবারও পথ জুড়ে দাঁড়াবে বিচ্ছেদ।
দায় নেই
পূরণ করবে ছিল যত অঙ্গীকার।
তবু যদি আস
অভিমানে বোনা রেশমি চাদর ফেলে
এসো নিঃসীম নীরবতায়।
অনুরোধটুকু রেখ
অলীক দরজা ভুলে এস সুগন্ধি বকুল
হাতে। দিনভর
সৌরভ বিলাবে বোধের উঠোনে, মুক্তো
যেমন জানান দেয় ঝিনুক অস্তিত্ব।
ঢাকা ।
3 মন্তব্যসমূহ
খুবই সুন্দর। শুভকামনা সর্বসময়।
উত্তরমুছুনদিনভর
উত্তরমুছুনসৌরভ বিলাবে বোধের উঠোনে, মুক্তো
যেমন জানান দেয় ঝিনুক অস্তিত্ব।
আহা । দারুন ।
খুব সুন্দর লিখেছ বন্ধু ফারহানা। মন ছুঁয়ে গেলো।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন