মামনি দত্ত








বিষাদ সংগীত

জন্ম আমার পাঁকে
নিজেকে যতটা বিস্তার করতে থাকি
ঠিক ততটাই পর্দা ঝুলিয়ে দাও
তোমরা।
আমার শরীর ঘিরে নোংরা
কীট কিলবিল করে,
আমি হিংসা ত্যাগ করি
পরম যত্ন সহকারে।
ভালোবাসতে শিখেছি অরণ্য,
নদী, জীব সর্বপরি বিবেকহীন মানুষ কে!
সেই জন্যই প্রাচীনকাল থেকে বর্তমানের
দোরগোড়ায় এসেও অনায়াসে
আগুন আঁকড়ে ধরি,
ঝলসানো শরীর জুড়ে অদ্ভুত মায়া
আর আধখোলা চোখে
করুণা ঝরে টুপটাপ!
আমি নারী, অশ্রু আর দায়ভার
আমার রক্তে,
প্রতিদিন হাত বদলে শরীরে
জমে ওঠে জং!
কিছু জীবন পালন করি
আঁচলের আড়ালে।
আমার অশ্রুতে ধুয়ে যায়
ইতিহাস আর অনাগত সময়ের
যত পাপ।।

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. আমার অশ্রুতে ধুয়ে যায়
    ইতিহাস আর অনাগত সময়ের
    যত পাপ।।

    হৃদয় ছুঁয়ে গেলেন ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন