মৃত্যুও স্তম্ভিত
মৃত্যুও স্তম্ভিত!
সে কিছু বুঝে ওঠার আগেই তার কোল পূর্ণ হল,
ফ্লয়েড জর্জ-এর নিথর দেহটি এখন মৃত্যুর কোলে।
আয়োজিত হত্যালীলা আর ক্রন্দনের মহাকাল
জন্ম দিল জেহাদের।
চেনা পথ ঘাট শহর নগর বন্দর রেঁস্তোরা অফিস
সর্বত্র কালো মানুষের জিহাদি মিছিলে মিছিলে
প্রতিবাদে ফেটে পড়েছে শত শত কৃষ্ণকায়।
কৃষ্ণকলিরা ফিরে পেতে চাইছে মানবিক আচরণ
চাইছে অত্যাচার অবিলম্বে বন্ধ হোক,
সমস্ত আগ্রাসনের অভিসন্ধি ধুয়ে মুছে সাফ হোক,
চাইছে ক্রীতদাসী দাসত্বের ঐতিহ্যের পরম্পরা
থেকে চির মুক্তি!
একজন জর্জ যেন লাখো মানুষের নিশান
একটা মৃত্যু মাথা হেঁট করে বয়ে চলেছে কফিন,
আর বিড়বিড় করে বলছে--লং লিভ ফ্লয়েড জর্জ!
আমায় ক্ষমা কোরো।
এমন অসময়ে বর্ণবিদ্বেষের কারণে তোমাকে নিয়ে
যেতে হচ্ছে এ আমার অনভিপ্রেত।
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় লজ্জা,
আমাকে অবাক করে দিচ্ছে!
ফ্লয়েড! তবু তোমার মতোই আমিও চাই বর্ণ বৈষম্য
ধুয়ে মুছে জন্ম নিক বর্ণহীন কলুষমুক্ত পৃথিবী!
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
একটা মৃত্যু একটু তফাতে দাঁড়িয়ে দেখছিল
একটা কালো মানুষকে
একটা সাদা শয়তান কি ভাবে পায়ে পিষছে।
একটা চিৎকার শূন্যে পাক খেয়ে ভেসে এলো--
আমার দম বন্ধ হয়ে যাচ্ছে...আমার কষ্ট হচ্ছে
আমি শ্বাস নিতে পারছি না...আমায় ছেড়ে দাও
কৃষ্ণাঙ্গী মা আমার !
তোমার জর্জকে ওরা মেরে ফেলছে মা গো!
একটা মৃত্যু একটু তফাতে দাঁড়িয়ে দেখছিল
একটা কালো মানুষকে
একটা সাদা শয়তান কি ভাবে পায়ে পিষছে।
একটা চিৎকার শূন্যে পাক খেয়ে ভেসে এলো--
আমার দম বন্ধ হয়ে যাচ্ছে...আমার কষ্ট হচ্ছে
আমি শ্বাস নিতে পারছি না...আমায় ছেড়ে দাও
কৃষ্ণাঙ্গী মা আমার !
তোমার জর্জকে ওরা মেরে ফেলছে মা গো!
মৃত্যুও স্তম্ভিত!
সে কিছু বুঝে ওঠার আগেই তার কোল পূর্ণ হল,
ফ্লয়েড জর্জ-এর নিথর দেহটি এখন মৃত্যুর কোলে।
আয়োজিত হত্যালীলা আর ক্রন্দনের মহাকাল
জন্ম দিল জেহাদের।
চেনা পথ ঘাট শহর নগর বন্দর রেঁস্তোরা অফিস
সর্বত্র কালো মানুষের জিহাদি মিছিলে মিছিলে
প্রতিবাদে ফেটে পড়েছে শত শত কৃষ্ণকায়।
কৃষ্ণকলিরা ফিরে পেতে চাইছে মানবিক আচরণ
চাইছে অত্যাচার অবিলম্বে বন্ধ হোক,
সমস্ত আগ্রাসনের অভিসন্ধি ধুয়ে মুছে সাফ হোক,
চাইছে ক্রীতদাসী দাসত্বের ঐতিহ্যের পরম্পরা
থেকে চির মুক্তি!
একজন জর্জ যেন লাখো মানুষের নিশান
একটা মৃত্যু মাথা হেঁট করে বয়ে চলেছে কফিন,
আর বিড়বিড় করে বলছে--লং লিভ ফ্লয়েড জর্জ!
আমায় ক্ষমা কোরো।
এমন অসময়ে বর্ণবিদ্বেষের কারণে তোমাকে নিয়ে
যেতে হচ্ছে এ আমার অনভিপ্রেত।
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় লজ্জা,
আমাকে অবাক করে দিচ্ছে!
ফ্লয়েড! তবু তোমার মতোই আমিও চাই বর্ণ বৈষম্য
ধুয়ে মুছে জন্ম নিক বর্ণহীন কলুষমুক্ত পৃথিবী!
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন