বিদ্যুৎ ভৌমিক | আমি যেন অতলান্তের আমি

আমি যেন অতলান্তের আমি
বিদ্যুৎ ভৌমিক
_________________________

চোখের ভেতর সেই নদীটা লুকিয়ে ছিল
মনের মধ্যে না বলা কথার ঝড় থেমেছে
হঠাৎ কেন স্বপ্নঘুমে সেই পাখিটা ,
ভিন্ন সুরে আকাশ দেখে গান গেয়েছে !

কী লিখব , কি লিখছি , থাক এখনি
ভেতর থেকে বেরিয়ে এলো নানান কথা ,
ভাসছি আমি সেই নদীতে বহতা স্রোতে ---
বুকের মাঝে থাকছে না আর নীরবতা !

গায়ে গায়ে মাখি বৃষ্টির ভিজে ফুল
সুগন্ধিতে লাজুক শোভনতা ,
চোখের মধ্যে অন্য চোখের কথা
বাতাসে উড়ছে হৃদয়ের ব্যাকুলতা !

প্রথম ছোঁয়ায় গোপন যত মনে
এক সমুদ্র তেরো নদীর ঢেট
প্রথম দেখায় আকাশ রাখি চোখে ,----
আমি জানি আর জানেনা কেউ !

আপাতত আমি হৃদয়ের কাছাকাছি
দু'হাতে মাখি গোপন অন্ধকার ,
সবটুকু মন জন্মের দেবালয়ে
সমর্পণে একই ভাবে একাকার !

এই কটা দিন একান্তে একা - একা ...
গদ্যে পদ্যে শূন্যতা ভরা আলো ,
মনের আকাশে ভাসমান স্মৃতিগুলো
প্রতিতুলনায় বলছে আগুন জ্বালো !

আমার স্বপ্ন আমাকে করেছে ঋণী ,----
দাম দিয়ে কেনা আমাকে নিজের থেকে ;
আমার কথা আমাতেই থাকে একা
কত কবিতার পথ গিয়েছে বেঁকে !

আমি যেন অন্য কোনো আমি
দর্পণে দেখি দীর্ঘ সর্বনাশ ,
আমার কথায় কবিতার দশ পাতা ----
বায়ুভূত হয়ে করে যায় উপহাস !

আমি হঠাৎ নতুন আকাশ নিয়ে
মনের সূর্য দু'চোখে সাজিয়ে রাখি ,
আমি যেন আঁধার রাতের আলো ....
সব স্মৃতি সুখ নিজের অতলে মাখি !!

শব্দের মিছিল



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ