কে দেব দাস | ঘূর্ণিঝড়ের বিকেল

ঘূর্ণিঝড়ের বিকেল-
কে দেব দাস


জৈষ্ঠের বিকেল, রাখাল বালক আমি;
একাকি গিয়েছিনু- চড়াইতে ধেনু।

সেথা-বটবৃক্ষের, শান্ত ছায়ায়;
মনের অগোচরে, কখন যে- পড়িনু ঘুমিয়ে।

অকস্মাৎ দেখিনু-পশ্চিমের আকাশ;
সহসা, ঘন কালো মেঘে-গেছে ছেয়ে!

পাখিরা সব ফিরছে-যে যার কুলায়;
শংকিত হয়ে, অতি- সন্তর্পনে ধেয়ে।

সেথা-ঘুর্ণিঝড়ের শাঁ শাঁ শব্দে;
দুরু দুরু কাঁপে মোর হিয়া-বিজন প্রান্তরে।

ঝড়ের তান্ডব সেথা-আম্রকুজ্ঞের;
ডাল পালা, দুমড়ে মুচড়ে-ভেঙ্গে একাকার।

একাকি সেথা, গোচারণে গিয়ে-
শংকিত মনে, আশ্রয় লইনু-বটবৃক্ষের তলে।

বৃষ্টি শেষে, উর্ধ্বশ্বাসে, ছুটিলাম দখিন পানে, খুঁজিতে মোর প্রিয় কাজরী ।

সেথা-আম্রকুজ্ঞে-ঘুর্ণিঝড়ে;
ঝড়ে পড়া আম কুড়োতে, গেল মোর বেলা।

মনে পড়ে, সেই সুমধুর স্মৃতি;
ফিরে কি আর আসবে- এই বেলা?

সহসা দেখিনু-কাজরী দন্ডায়মান;
আম্রবৃক্ষ তলে- মোর অপেক্ষায়।

কে দেব দাস | ঘূর্ণিঝড়ের বিকেল



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ