নিশিকান্ত রায়
দিগন্তের কোল ঘেঁষে চাষের জমিনে
কতকাল হেঁটে গেছি কাদামাটি জলে
পাথুরে পাহাড়ের ডাকে ফিরে দেখি
পুবের আকাশ ক্রমে ফিকে হয়ে গেছে এক দুরন্ত লালে।
আকাশ জুড়ে লাল সবুজের ফাঁকে
সূর্যের জন্ম মৃত্যু খেলা
আঁধারের ওপারে অসংখ্য সূর্যের জন্ম ছাপ
যে সূর্যটাকে প্রথম দেখেছি পূবের আকাশে
তার হাসি কান্না ভীতি অপমান কেউ কি জেনেছে!
সূর্যের চাষীরা নীল ঘুমে মেঘ হয়ে যায়
লুট হয়ে যায় তাদেরও ক্ষেতের ফসল
জ্ঞান বৃক্ষের ফুল।
অন্ধকার কেটে কেটে আলোকের ফুল উৎসব
ভেস্তে যায় বন্যতার স্রোতে।
জল কাদার মানুষেরা অবোধ নদীর মতো
যাদুর খোঁয়াড়ে।
দিগন্তের কোল ঘেঁষে চাষের জমিনে
কতকাল হেঁটে গেছি কাদামাটি জলে
পাথুরে পাহাড়ের ডাকে ফিরে দেখি
পুবের আকাশ ক্রমে ফিকে হয়ে গেছে এক দুরন্ত লালে।
আকাশ জুড়ে লাল সবুজের ফাঁকে
সূর্যের জন্ম মৃত্যু খেলা
আঁধারের ওপারে অসংখ্য সূর্যের জন্ম ছাপ
যে সূর্যটাকে প্রথম দেখেছি পূবের আকাশে
তার হাসি কান্না ভীতি অপমান কেউ কি জেনেছে!
সূর্যের চাষীরা নীল ঘুমে মেঘ হয়ে যায়
লুট হয়ে যায় তাদেরও ক্ষেতের ফসল
জ্ঞান বৃক্ষের ফুল।
অন্ধকার কেটে কেটে আলোকের ফুল উৎসব
ভেস্তে যায় বন্যতার স্রোতে।
জল কাদার মানুষেরা অবোধ নদীর মতো
যাদুর খোঁয়াড়ে।
চাষহীন মাটি পড়ে আছে। মাটি খুঁড়ে ঘন অন্ধকারে
পাপ পূণ্য ভাগ করে চলে যায় কতিপয় লোক।
জনতার মাঠে মাঠে অন্ধবিশ্বাস ও আস্ফালনের
নগ্ন ঘুঙুর খসে পড়ে।
আবারও আগুন জ্বলে, আবারও সূর্য উঠে
মাতাল অন্ধকারকে ভেঙে চলে আলোর মিছিল।
লাঙ্গল জোয়াল গরু নিয়ে
আলোকের নম্র চাষীরা ছুটে চলে পূর্ব দিকেই
সূর্যের জলছাপ ধরে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন