এই শরতে কাটছে সবার বন্দি দিন
রাত গুলো সব দিনের মতই নিদ্রাহীন
এই পৃথিবী চলছে ঘুরে ক্লান্তিহীন
ক্লান্ত মানুষ একলা বড় রাত্রি দিন
এই ভাদরে এক পৃথিবী শরৎহীণ
শব পেরিয়ে হাঁটছে জীবন, বিষন্ন দিন
এখন আমি ঘরের মধ্যে অন্তরীণ
ভাতের কাছে যাচ্ছে জমে বিশাল ঋণ
বারণ এখন সব রকমের সাক্ষাতে
কুশলাদি ভীড় করে তাই বার্তাতে
হাতের আঙুল বড্ডবেশি আজ সক্রিয়
অনুভূতির প্রান্তর জুড়ে সব প্রিয়।
স্বপ্নে এখন রোজ হানা দেয় নিজের লাশ
মনের ভিতর বিষন্নতার গোপন বাস
আমার তো নেই মুখ লোকানোর সংস্থান
জমছে ভিড়, ব্যস্ত শশ্মান - গোরস্থান।
কুমকুম বৈদ্য
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন