মৌমিতা মিত্র

মৌমিতা মিত্র

একদিন​ ​ হয়তো


একদিন হয়তো
সারা দুপুর একটানা বৃষ্টির পর
বিকেল ছাপিয়ে সন্ধে নামবে
ইঁট বাঁধানো রাস্তার ফাঁকে ফাঁকে জমা জলে
হলুদ আলো শহুরে আবেশে এসে লাগবে
আমার পা তখন নাড়িয়ে দেবে
একটা দুটো জলের আলো

স্বপ্নিল এই পৃথিবী পেরিয়ে​
সেদিন আর ফিরে যাবো না
কোন পোশাকি গন্ধের বিবর্ণ বাতাবরণে

আর কোনো পরিণতি খুঁজবো না তারপর
রাত্রি আমার মতো হবে

মৌমিতা মিত্র মৌমিতা মিত্র Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.