স্বাগতম, মহাশয়
ভাবছেন এগিয়ে পিছিয়ে কোনোরকমে গা বাঁচিয়ে
কিছু কিছু দিয়ে থুয়ে
সময়মতো এড়িয়ে গেলেই
পেরিয়ে যাবেন এই জটপাকানো সময়টুকু?
পেছোতে পেছোতে দুদিন পরেই দেয়ালে পিঠ
সামনে সাজানো ট্রিগার
পালাতে পালাতে দুদিন পরেই সঙ্গীহারা একা
সামনে জল্লাদের খড়্গ
ভাগ্যের হাতে তখন তো আপনার বাধ্য আত্মসমর্পণ !
দেখুন মশায়, খোলসা ক’রে একটা কথা বলি
দুটো তো মাত্র দিক
এদিকে পা না বাড়ালে ওপক্ষে গেলেন,
এইটেই সবাই বোঝে
আপনি কার পক্ষে নিরপেক্ষ সাজছেন?
সহজ কথাটা বোঝার এবার দিন এসে গেছে
হাহুতাশ আর অভিশাপের ছুঁচোবাজি কোটরে গুটিয়ে
খাপ থেকে সটান বার করুন তো আপনার সেই জং ধরা
ঘেন্না-রাগের তরোয়ালটা;
আর চোখ থেকে ঠুলিটি একবার নামিয়ে
দেখুন চারপাশে বিস্তীর্ণ রেখায়ঃ
দেখবেন শহর-গ্রামে, গঞ্জে-ঘাটে
সম্ভাবনার গালচে পাতা;
শুধু আপনার একখানি পদক্ষেপ,
আর তখনই
আকাশ বাতাস নেচে নেচে গেয়ে উঠবে,
“স্বাগতম, মহাশয় !”
শুধু আপনার একখানি পদক্ষেপ,
আর তখনই
আকাশ বাতাস নেচে নেচে গেয়ে উঠবে,
“স্বাগতম, মহাশয় !”
অমিত চক্রবর্তী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন