
রাম গরুড়ের ছানা
বাপরে মশা যায় না বসাহাত পা তুলে নাচিতাল পুকুরে চান করে কালআজকে বসে হাঁচি।মহারাজা ব্যাঙ ভাজা আরচান না এখন খেতেরাজামশাই ভুগছেন এখনকোষ্ঠকাঠিন্যতে।ঘুম কাতুরে এক পড়ুয়াবই না পড়ে পাশইচ্ছেটা তার গড়ের মাঠেকরবে টাকার চাষ।চোরকে দেখে পুলিশ হাসেএগিয়ে দেয় পিঁড়িকেউ চড়িয়ে দিয়ে গাছেসরিয়ে নেয় সিঁড়ি।একটা পাগল দেখলে ছাগলচেচায় ম্যাঁ ম্যাঁ করেরাজার চেয়েও বেশী নাকিধন আছে তার ঘরে।আবোল-তাবোল বকতে এখননেই তো কোন মানাবকছে ওরা এমন যেনরাম গরুড়ের ছানা।
অমরেশ বিশ্বাস
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন