শর্মিষ্ঠা ঘোষ

প্রোপাগন্ডা  শর্মিষ্ঠা ঘোষ

প্রোপাগন্ডা

নিয়নে কাছের বলে চিনতে পারি না
সাইক্লেডেলিক আলোয় কেমন নেগেটিভ মার্কা ভূতের মত
ভুক্তভোগীরা বলছেন শিফন জর্জেটে পেটিকোট দেখা যাচ্ছিল
এক লিনেন যোদ্ধা ব্যান্ডেজ বেঁধে দিল মুখে
ঢ্যাঙা শিল্পসম্মত বিজনেস
পিটছিল ভাত রুটির বদলে কেক
রাস্তা চিনতেই পারলনা এমন ভগবান
বাটিতে আধুলি নেই বলে রোজ কান্নাকাটি
এদিকে চুল বেণী কিস্যু নেই তো ভেজালো গলা
তুরন্ত বেরচ্ছে মাল খালাসের বন্দোবস্ত করিগে যাই
এভাবে ক্যালকুলেশান কর যেন না মেলে
ওপর চালাকি ছাড়া মহান লেখে না বাকতাল্লা
তারপর বলে এক ঘাটের মরা ছিপ ফেলে ধরছে প্রোপাগন্ডা
যারা কিনবে নগদ নিক কে জানে কাল আসবে কিনা

শর্মিষ্ঠা ঘোষ 
শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on এপ্রিল ১৪, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.