লকডাউনে হাতে অখণ্ড সময়।প্রকাশিত হোক আপনার বিশিষ্ট চিন্তা সুস্পষ্ট দৃঢ়তায়।

লকডাউনে হাতে অখণ্ড সময়। এমন সুযোগ জীবনে দুবার আসে না! বৈশাখেই প্রকাশিত হতে চলেছে একটি অনন্য সংকলন। প্রকাশিত হোক আপনার বিশিষ্ট চিন্তা সুস্পষ্ট দৃঢ়তায়। লিখে ফেলুন এই সময়ের প্রেক্ষিতে বাংলার সমাজ ও জীবনের যে কোন একটি বিষয়ে কবির প্রভাব নিয়ে আপনার নিজস্ব ভাবনা চিন্তা পুর্ণাঙ্গ প্রবন্ধের আকারে। প্রুফ সংশোধন করে পাঠিয়ে দিন এই ঠিকানায় অথবা wrongroutemail@gmail.com মেইল ঠিকানায়। আগামী ১৫ই এপ্রিলের ভিতর।

লকডাউনে হাতে অখণ্ড সময়।প্রকাশিত হোক আপনার বিশিষ্ট চিন্তা সুস্পষ্ট দৃঢ়তায়।


লকডাউনে হাতে অখণ্ড সময়।প্রকাশিত হোক আপনার বিশিষ্ট চিন্তা সুস্পষ্ট দৃঢ়তায়। লকডাউনে হাতে অখণ্ড সময়।প্রকাশিত হোক আপনার বিশিষ্ট চিন্তা সুস্পষ্ট দৃঢ়তায়। Reviewed by Pd on মার্চ ২৭, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.