সাকিব জামাল

সাকিব জামাল
বিজয়ী প্রজন্ম

শিশু পাখিটি তরুন হয়েছে । উড়তে শিখেছে । খাদ্য সন্ধানের সংগ্রাম শিখেছে । বাসা বাধতে হবে । এও এক জানা সংগ্রাম ।
বনে বনে ঘুরে ঘুরে তৃণ লতা সংগ্রহ সংগ্রাম । ডাল নির্বাচন । নিরাপদ এবং নিরাপত্তা সহ এটিও করতে হবে ।
জীবন মান উন্নয়ন সংগ্রাম অবিরাম ।

যুগল নিয়ে থাকার স্বপ্ন । বংশ ধারাবাহিকতা রাখার স্বপ্ন ।
পাখিটির শত্রুও আছে বলে দিয়েছেন মা-বাবা কানে কানে । তাকে সফলভাবে মোকাবেলার স্বপ্ন ।
এ সব স্বপ্নই তার হৃদয় গহীনে বোনা বীজ ।

আত্মবিশ্বাসী প্রজন্মের পাখি সে- হারবে না কোনদিন উন্নত জীবন সাধনার যুদ্ধে ।
একাত্তরের বিজয়ী চেতনা তার অন্তরে গ্রোথিত তাবিজ ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ