শুরু হয়েছে বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলা ২০১৭।

শুরু হয়েছে বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলা ২০১৭।
শুরু হয়েছে বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলা ২০১৭। তিনদিন ব্যাপী এই মেলার আগামী কাল ২৬শে নভেম্বর শেষ দিন। মেলার প্রথম দিনেই মানুষের উপস্থিতি নজরকাড়া । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে অসংখ্য লিট্ল ম্যাগাজিন সংস্থা। উপস্থিত আছে বাংলাদেশের কিছু পত্রিকা । মেলায় অন্যান্যদের মত উপস্থিত রয়েছে বার্ণিক প্রকাশন ও পত্রিকা। প্রথম দিনেই বার্ণিক প্রকাশনের টেবিল ঘিরে বই প্রেমিদের ভিড় চোখে পড়ার মতো । এইদিন মুক্তমঞ্চে মোড়ক উন্মোচন হয় বার্ণিক প্রকাশনের ৩৪ টি বই। মেলার প্রথমদিনেই মানুষের উপস্থিতি মেলাটির সর্বাঙ্গীণ সফলতার ইঙ্গিত বহন করে।





শুরু হয়েছে বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলা ২০১৭। শুরু হয়েছে বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলা ২০১৭। Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.