মেঘনা চট্টোপাধ্যায়

মেঘনা চট্টোপাধ্যায়
 ছায়া দর্পণ 

সুদর্শন,  ভেতরে এসো।
এই আমার ঘরবাড়ি, এই আমার চালচিত্তির।
তুলসীতলায় প্রদীপ, গোয়ালের গায়ে সানিকাটা বঁটি।
মন্দিরে যাওয়া হয়নি আজও।
তবু সন্ধ্যে নেমেছে বরাবরের মত।
ছেলেরা এবার মুড়ি নারকেল খেয়ে পড়তে বসবে।
সামনের শীতে নতুন ক্লাসে উঠবে সবাই।
গরমের ছুটিতে পিসির বাড়ি যাবে
একদিন চারাগাছে বীজতলা ছেয়ে যাবে দেখো।
উত্তরের আকাশ জুড়ে শিকে বেঁধেছি
সম্বচ্ছরের রসদ টাঙাবো বলে।
এসব হরফ মায়েরা লিখে রেখে গা ধুতে যান।
ঘুমিয়ে পড়া ইস্তক আমরা শুধু দাগা বুলোই।
ভেতরে এসো সুদর্শন। তেল ফুরিয়ে যাবার আগে
কুপির আলোয় ভাতকটা খেয়ে নিই ...



মেঘনা চট্টোপাধ্যায় মেঘনা চট্টোপাধ্যায় Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.