আমিও চাই নিখাদ সভ্যতা
এখন কৃষ্ণপক্ষ আঁধার সময় -
পাতার আড়ালে কাঁপে নিঝুম কাতরতা । চোখের অন্ধ গহ্বরে বানজারা মাটির স্তর , অনিচ্ছার স্রোতে ঢেউফুল বর্বরতা -
ভালো লাগছে না এই অনাচার , রোদের কুসুম গিলে খাওয়া নদীর জল -
থরে থরে জমা হয়ে গেছে অসংযত স্বভাব ।
আমদের দেহলিজ সংসারে উই পোকার ঢিবি , আমার বসে থাকার উপায় নেই পা বাড়িয়ে বসে আছি -
কব্জির গোড়াতে লাগিয়েছি বিষবৃক্ষ মলম -
আগাম ছুটি দিয়েছে ধমকের জ্বর ।
আমি যাচ্ছি কিলোমিটারের রেখাংশ ধরে -
যদি পারো নিতে , তোমার অক্ষর নিশান -
যদি পারো প্রাচীন কণ্ঠে স্বরচিত গান -
আমরা না হয় ফুলের স্তবক থেকে নেবো ঘ্রাণের ঋণ , যেভাবে পারি আচমকা বাতাস, যেভাবে কাটে সময় রুদ্ধশ্বাস ।
আমরা হাওয়ার গতিবেগ কে বলবো ভালোবেসে , এখানে এসো এই বাহুডোরে ,
দৃষ্টি কে করে নরম মখমল - হাওয়ার ঘূর্ণি আদিম মুঠোয় পুরে , ছুঁড়ে দেবো কৃষ্ণপক্ষ আঁধারে -
এভাবেই প্রস্থান হোক অন্ধ গহ্বর ,
ঢেউ ফুল বর্বরতা এভাবে যদি মরণ ব্যাধি থেকে জেগে ওঠে নতুন সভ্যতা ...।
এখন কৃষ্ণপক্ষ আঁধার সময় -
পাতার আড়ালে কাঁপে নিঝুম কাতরতা । চোখের অন্ধ গহ্বরে বানজারা মাটির স্তর , অনিচ্ছার স্রোতে ঢেউফুল বর্বরতা -
ভালো লাগছে না এই অনাচার , রোদের কুসুম গিলে খাওয়া নদীর জল -
থরে থরে জমা হয়ে গেছে অসংযত স্বভাব ।
আমদের দেহলিজ সংসারে উই পোকার ঢিবি , আমার বসে থাকার উপায় নেই পা বাড়িয়ে বসে আছি -
কব্জির গোড়াতে লাগিয়েছি বিষবৃক্ষ মলম -
আগাম ছুটি দিয়েছে ধমকের জ্বর ।
আমি যাচ্ছি কিলোমিটারের রেখাংশ ধরে -
যদি পারো নিতে , তোমার অক্ষর নিশান -
যদি পারো প্রাচীন কণ্ঠে স্বরচিত গান -
আমরা না হয় ফুলের স্তবক থেকে নেবো ঘ্রাণের ঋণ , যেভাবে পারি আচমকা বাতাস, যেভাবে কাটে সময় রুদ্ধশ্বাস ।
আমরা হাওয়ার গতিবেগ কে বলবো ভালোবেসে , এখানে এসো এই বাহুডোরে ,
দৃষ্টি কে করে নরম মখমল - হাওয়ার ঘূর্ণি আদিম মুঠোয় পুরে , ছুঁড়ে দেবো কৃষ্ণপক্ষ আঁধারে -
এভাবেই প্রস্থান হোক অন্ধ গহ্বর ,
ঢেউ ফুল বর্বরতা এভাবে যদি মরণ ব্যাধি থেকে জেগে ওঠে নতুন সভ্যতা ...।
তাসমিন আফরোজ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন