রত্না দাশগুপ্ত আইচ

রত্না দাশগুপ্ত আইচ
 অভিমান 

যন্ত্রনায় যখন ভাষারা হয়ে যায়
দিশাহীন ধূমকেতু
উল্কাপিণ্ডের মতন আছড়ে পড়ে
ভালোবাসার বুকে

টুকরো টুকরো সবুজ মহাদেশ,
বীজ থেকে রুপোলি আকাশের দিকে
হাত বাড়ানো সোনালী ফসল
যখন অভিমানের আগুনে পুড়ে ছাই

হৃদপিন্ড ফল্গুধারার মতন স্নিগ্ধ স্রোতস্বিনী
বয়ে যায় ভালোবাসা নিয়ে ধ্বংসের কানায় কানায়



রত্না দাশগুপ্ত আইচ রত্না দাশগুপ্ত আইচ Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.