সীমন্তিনী সাহা

সীমন্তিনী সাহা
 সুকান্তকে 

দু চোখে স্বপ্ন,বুকে বারুদ
কবি সুকান্ত শোষকের চাবুক ৷

কঠিন সংকল্প ,মুখরিত লেখনী
সদ্যজাতের ছাড়পত্রের বিভূতি ...

একটি মোরগ,একটি দেশলাই
মার্কস-লেলিন  সহজ কথায়

গল্প নয় সত্য কিশোর
একুশ বছরের জীবন্ত বিস্ময় ৷





সীমন্তিনী সাহা সীমন্তিনী সাহা Reviewed by Pd on আগস্ট ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.