"কি হবি তুই মেয়ে?" পুরুষের লোভ আর খিদের গ্রাস? আর কত,আর কতকাল এমনি করে ঘুমিয়ে কাটাবি কাল? নিজেকে অন্ধের মত সমর্পণ নয় আর এসেছে সময় আগুন ঝরাবার ও মেয়ে,আগুন হ' না তুই তোকে ছুঁয়ে ঐ পিশাচগুলো হোক জ্বলে পুরে ছাড়খার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন