কাঁচের পাখি
কাঁচের খাঁচায় পাখিটা এখানে বেশ থাকে
স্বচ্ছতায় তার দুবেলা সচ্ছলতা দেখতে পাই
বনে বনে ঘুরে যে চপলতা শরীরে ফুটেছিল একদিন
আয়েশি আলাপে আজ তার সেই দুই পা অনেক ভারী।
কাঁচের দেয়ালে তার নজর বাঁকা হয় না
ঠোঁটের কোনে জমে থাকে আধুনিক তীক্ষ্ণতা
শত্রু সেজে এখানে কেউ জাল পেতে রাখে না,বলে
অযথা আতঙ্কের চশমা এখন সে আর পড়ে না।
পাখিটা কে এখন নাচতে দেখি দিনে রাতে
সেসব বন্য অসভ্য নাচ নয়
কেউ যেন শিখিয়ে দিয়েছে নিজের মতো ওকে
সে এখন তাই ডানা না মেলেই ওড়ে স্বাধীনভাবে।
কাঁচের খাঁচায় পাখিটা এখানে বেশ থাকে
স্বচ্ছতায় তার দুবেলা সচ্ছলতা দেখতে পাই
বনে বনে ঘুরে যে চপলতা শরীরে ফুটেছিল একদিন
আয়েশি আলাপে আজ তার সেই দুই পা অনেক ভারী।
কাঁচের দেয়ালে তার নজর বাঁকা হয় না
ঠোঁটের কোনে জমে থাকে আধুনিক তীক্ষ্ণতা
শত্রু সেজে এখানে কেউ জাল পেতে রাখে না,বলে
অযথা আতঙ্কের চশমা এখন সে আর পড়ে না।
পাখিটা কে এখন নাচতে দেখি দিনে রাতে
সেসব বন্য অসভ্য নাচ নয়
কেউ যেন শিখিয়ে দিয়েছে নিজের মতো ওকে
সে এখন তাই ডানা না মেলেই ওড়ে স্বাধীনভাবে।
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন