সম্পর্ক
ভাতের সঙ্গে কাকের একটা অন্তমিল আছে
এই ভাত এবং কাককে কাজে লাগিয়ে
কত ধরনের অপব্যবহার হতে পারে, সেই জানে
ভুক্তভোগী বলে আর একটি কথা যখন গাঁটছড়া বাঁধে
আসলে কাক ও ভাত যতক্ষণ একত্র ছিল
খুব একটা সমস্যা ছিল না, খুব একটা গোলমাল
গোলমালের উৎপত্তি, যেদিন কেন্দ্রবিন্দুতে
ভাতকে সরিয়ে ময়ূরপুচ্ছের অবধারিত আগমন ঘটল
ভাতের সঙ্গে কাকের একটা অন্তমিল আছে
এই ভাত এবং কাককে কাজে লাগিয়ে
কত ধরনের অপব্যবহার হতে পারে, সেই জানে
ভুক্তভোগী বলে আর একটি কথা যখন গাঁটছড়া বাঁধে
আসলে কাক ও ভাত যতক্ষণ একত্র ছিল
খুব একটা সমস্যা ছিল না, খুব একটা গোলমাল
গোলমালের উৎপত্তি, যেদিন কেন্দ্রবিন্দুতে
ভাতকে সরিয়ে ময়ূরপুচ্ছের অবধারিত আগমন ঘটল
মৃণাল চক্রবর্তী
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন