প্রণব বসুরায়

প্রণব বসুরায়
 রোদ পেলে 

পাতাল ঘরের চাবি কার কাছে রাখো,
বীজতলা শূন্য করে
কার কাছে জমি বন্ধক?

মাচানের নীচে গোলাকৃতি সাপ শুয়ে আছে
শীত এলে চলে যাবে-- ভয়মুক্ত করে
এসব প্রাচীন কথা পাঁজি ও পাঁচালির;
আমাদের ঘরে প্রবেশ পায় নি কোনদিন

আজ দেখি মহাদ্রু্ম শাখার বিস্তারে
ঢেকে দিলো সব দৃশ্য আমাদের কল্পনার!

এরপরে ফের ফেরার কথা ভাবো!
ভাবো বুঝি একবারও ফুটন্ত ভাতের কথা...
পাতাল ঘরের চাবি, মনে কোরে, নিজের কাছেই রেখো

মাঝের কুয়াশামেঘ রোদ পেলে--নিজেই সরবে..



প্রণব বসুরায় প্রণব বসুরায় Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.