মেঘনা চট্টোপাধ্যায়

মেঘনা চট্টোপাধ্যায়
 যোগিনী সূত্র 

মিও তীর্থে যাব,  আমিও যোগিনী হতে পারি।
দুয়োর আগলে ধরে ভ্রষ্টা নারী, বিপ্রলব্ধা নারী।
রিপু-দোষ-ক্লেদ আর রসনার ক্লেশে মাখামাখি,
কাকে যে বুকেতে ধরি, চক্ষের পলকে কাকে রাখি…

এই ভেবে রয়ে যাই। ভক্তদাস তীর্থে যায় চলে……।
মোহ ওথলায়, চোখ অকারণে ভেসে যায় জলে।
আমিও খনন জানি, মন জানি, মননের মন্ত্রগুলি জানি,
আমিও কর্ষণ জানি, স্বর্গভ্রষ্ট বীজ খুঁজে আনি।

রোপণের গায়ে গায়ে নবান্নের স্বাদগন্ধ ফোটে,।
এ পোড়ো একান্নপীঠ বেলাশেষে তীর্থ হয়ে ওঠে।
তোরণে মঙ্গলঘট আর কবন্ধ এক দ্বারী,
কী এমন কঠিন আর ! আমিও যোগিনী হতে পারি।





মেঘনা চট্টোপাধ্যায় মেঘনা চট্টোপাধ্যায় Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.