পঁচিশে বৈশাখ চারিদিকে অনুভূতির আলিঙ্গিত মেঘ ভালোবাসা মিশেল বৃষ্টি আশ-নাই ছায়া আমাদের মাথার ওপর ঝরে পড়ে আর মন জমিনে বহে যায় শুধু রবী হাওয়া । আকাশের বুকে আগুনের আলোহিত প্রেম বাতাসে বাতাসে ভাসে অঙ্গীকার স্বীকারোক্তি হনন জিঘাংসা চারিপাশে ছড়াছড়ি ,জড়াজড়ি পঁচিশে বৈশাখ আনে জীবনে নব অনুরক্তি ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন