দোতারা তোমার থেকে কতই বা দূরত্ব নিদেনপক্ষে যোজন তফাৎ । পায়ে পায়ে ফেলে আসা ঠিকানাবিহীন অতীত । ঝরা পাতার শব্দে কান পাতি পিছু ফিরে তাকাই , যদি ফিরে আসো...... শেষ বিকেলে মনখারাপের বিষণ্ণতা ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন