তোমার চোখে দারুণ জ্বর
ছেলেটার চেনা আছে তোমাকে
তার অভাবে
স্বভাবে।
রোদের জলে মেঘের পায়তারা
তোমার আলতা রাঙা পা এঁকে দেয় শোবার ঘর
ছেলেটির বাড়ছে আস্কারা।
কয়েকটা জোনাকি রূপকথা রাত নামায়
সে জানে, তোমার চোখে দারুণ জ্বর।
কবিতার ভাঁজে গোলাপ বাঁচে, তুমি স্পর্শ দিও
ছেলেটি রোজ রাতে তোমায় রূপকথা শোনাবে
ভালোবাসবে।
তুমি নাকে নোলক দিও,
ছেলেটি খুলে নেবে।
তোমার চোখে
নাকে
মুখে
ছেলেটি গল্প বুনে দেবে।
ছেলেটার চেনা আছে তোমাকে
তার অভাবে
স্বভাবে।
রোদের জলে মেঘের পায়তারা
তোমার আলতা রাঙা পা এঁকে দেয় শোবার ঘর
ছেলেটির বাড়ছে আস্কারা।
কয়েকটা জোনাকি রূপকথা রাত নামায়
সে জানে, তোমার চোখে দারুণ জ্বর।
কবিতার ভাঁজে গোলাপ বাঁচে, তুমি স্পর্শ দিও
ছেলেটি রোজ রাতে তোমায় রূপকথা শোনাবে
ভালোবাসবে।
তুমি নাকে নোলক দিও,
ছেলেটি খুলে নেবে।
তোমার চোখে
নাকে
মুখে
ছেলেটি গল্প বুনে দেবে।
শুভ্র সরকার
Reviewed by Pd
on
মার্চ ২৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন