পলাশ কুমার পাল











বহুরূপী




বহুরূপের কাঠামো আমি
নানা রূপেতে চমত্কার,
রাজারই ছদ্মবেশে সেবা
প্রজারা হয় কঙ্কালসার।

ক্ষুধা তাদের দিই অনেক
অন্ন সকল কেড়ে নিয়ে,
রূপটা তবু অন্নদাতারই
চতুর নক্সা নিই সাজিয়ে।

কখনো হায়না, কখনো চাতক
রূপ বদলাই, রঙ বদলাই...
অভিনয়ের দক্ষতায়
নাট্যশালায় কদর বাড়াই।

ধরার মধ্যে অধরাই থাকি
আইন যতই ভাঙি গড়ি,
আসলে মোরা দেশদ্রোহী
দেশ সেবারই মুখোশধারী।

শেষকথাটা আমরা বলি
গীতাও শুনে চমকে যায়,
তবু ধমকে আমরা শাসন
তোমরা দর্শক পঙ্গুপ্রায়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ