মোহাম্মদ আন্ওয়ারুল কবীর












স্বত্ত্ব

'সর্বস্বত্ত্ব লেখকের' ঘোষণাতে আলো ফেলে ভাবো একবার
লেখক, তোমার স্বত্ত্ব কাহার?
স্থাবর-অস্থাবর যায় ভেসে, যায় ভেসে ...

রিলে রেসের উতল হাওয়া। চলে আসে নতুন হাত।
লেখক, তোমার স্বত্ত্ব কাহার? লেখক, তোমার স্বত্ত্ব কাহার?




নস্টালজিয়ায় 



ছোঁয়াচে ভালোবাসায় আয়ু বেড়ে গেলে
হাহাকার চূর্ণ গায়ে মেখে উধাও হয়ে যায় বসন্তবাসর
গাঢ় হয়ে গেলে দহনের আকর
সবুজগুল্মে স্বপ্ন হাতড়ায় শূন্যে দোলা চোখ।

কপট রাগে দোপাট্টা ছড়ায়ে গেছে লাইজুর প্রেম
সময়ের দৌঁড়ঝাঁপে আয়ুরেখা প্রমাদ ভণে -

প্রাচীনছাদ ফুঁড়ে লাইজু কি আজো নেমে আসে!




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ