উদয় শংকর দুর্জয়



ব্যথিত প্যারিসের সময়কাল 



একটি অধ্যায় শেষ না হতেই আছড়ে পড়ে ব্যথিত ডানার ঝরা তুষার
তখন রাত দশটা, রূপার অলংকার পরে নিয়েছে নিশুথি আকাশ
'ঈগলস অব ডেথ মেটাল’ এর যাদু মুর্চছনায় উত্তাল বাতাল্কা
হঠাৎ অশুভ কালাশনিকভ গর্জে ওঠে বারুদ আর আওয়াজে
মুঠো মুঠো বিশুদ্ধ নিঃশ্বাস ঝরে যায় রক্ত জবার দলে

ত্রস্থ দেয়াল সামনে দাঁড়ায়, বৃষ্টি ঝরিয়ে যায় তার সবটুকু অহংকার
বিবর্ণ বাতাস কুড়িয়ে নেয় শত শত পকেটে জমানো গোপন খবর
আর আমরা বাক্স বন্দী করি আহত শিশিরের নিরুত্তাপ পংক্তিমালা
জমা রাখি এক একটি আর্তনাদের ধ্রুব চিহ্ন একান্ত অতল গহ্বরে


১৪/১১/২০১৫
কমার্শিয়াল স্ট্রীট, লন্ডন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. বা খুব ভালো লিখেছেন, আমার ওয়েবসাইটে ভিজিট করুন গল্প পরুন কবিতা ও আরো অনেক কিছু বিশিষ্ট কবিদের সাথে আলোচনা করুন
    www.tarunyo.com

    www.tarunyo.com/pradipchowdhury

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন