জয়া চৌধুরী



সমুদ্রজা
ডেইসি সামোরা


ঐ মেয়েরা
বড্ড বেশি আরক্ত মুখ
বৃত্তে বন্দী চোখেরা আর
বড্ড বেশি কালো রঙ।

ওরা পাঁকাল মাছের মত শ্যামলী
ওদের স্নানপোশাকের তুলনায় তা
বড্ড বেমানান।
ওরা হেঁটে আসে সপ্তাহান্ত থেকে
হুইস্কিপায়ী
কিছু আন্তর্জাতিক বুডঢা-র সঙ্গিনী হয়ে যারা
বিনিময়ে কাপড় জামা আর ছুটকো ছাটকা কিছু গয়না খসায়।
মুখে ভ্যাপসা কটু দুর্গন্ধ আর
হাঁফ মানা ধ্বজভঙ্গ ধুকধুকি নিয়ে
দরাজ হাতে তাদের ভেট দেয়।

রূপকথার শোল সার্ডিন মাছেরা
বীচিমালা আর ফেনার ঢেউয়ে ভাসতে থাকে,
উত্তপ্ত বালিতটে আরও বেশি মত্ত হয়ে লাফাতে থাকে
শরতের বিছানার চেয়েও বেশি তপতপে সেই বালিরাশি।


অনুবাদ- জয়া চৌধুরী



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ