পলাশ কুমার পাল

palash





পরিযায়ী ভালোবাসা




কত শত শব্দেরা
মুখোমুখি, শুভদৃষ্টিতে এসেছে-ফিরেছে...
কত পথ পাখনার শব্দে গেছি পেড়িয়ে...
তখনও জানিনি ভালোবাসা কী!

গল্পকে অতীত করে
আজ নদী মোহনাকে জড়িয়ে নোনাজল হয়,
চর গড়ে ওঠে...
দ্বীপ, দ্বীপ, দ্বীপ, শুধু দ্বীপ-
বুঝিনি তখনও ভালোবাসা কী!

সমুদ্র, সমুদ্র, আর সমুদ্র...
সীমার হাহাকারে গর্জন ও ওঠা-নামা ঢেউ...
সৈকতে দৃষ্টি ক্ষীণ;
শীতের চাদরে কি কুয়াশা?
মিঠে রোদ হেসে খেলে চলে যায়
শীত ও উষ্ণের এক মাখামাখি গল্প,
পরিযায়ীর মতো।

ময়ূরী নেই, তবু মন ময়ূরী-
ঘন মেঘ থেকে বৃষ্টিরা ঝরে...
আর নর্তকী রঙের গল্প।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ