ইচ্ছে আমার ইচ্ছে
মাঝে মাঝে
ইচ্ছে করে
বৃষ্টি হয়ে
ঝরে পড়ি
সবুজ ঘাসে।
হলদে পাখির
ডানায় চড়ে
ছুঁয়ে আসি
বনপলাশী
এক নিমেষে।
ফাল্গুনী এই
অবুঝ বেলায়
গান গেয়ে যায়
একলা চাতক
মন উদাসী।
শুকনো পাতা
ঝরার বেলায়
হেসে বলে
গাছকে ডেকে
এবার আসি।
রিয়া চক্রবর্তী
Reviewed by
Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন