![]() |
গাছ
বুকের ভিতর এতগুলো কীট
বাসা বেঁধেছিল বুঝিনি ;
যখন বুঝলাম যকৃতটা
বুলবুলির গবেষণাগার হয়ে গেছে।
খোলামকুচি পাতার ভিতর হাপরের শব্দ -
ঠক-ঠক-ঠকাস যেন কামারের মারণোচ্ছ্বাস ;
কাঠঠোকরার ঠোঁটে ঠোঁটে চলে ক্যানসারের অস্ত্রোপচার!
হিমঅক্ষরেখার বরফ গললেই
পায়ের নীচে জমে ওঠে পালকের পাহাড় ;
পরিযায়ী ডানা কখন খু্ঁজে নিয়েছে
নতুন কোন মহাদেশ!
হয়ত এভাবেই এক একটা চারাগাছ
মহীরুহ হয়ে ওঠে।
ঠোকরানো বাকলের ভিতর শুধু পড়ে থাকে
মৃত মানুষের খোলস।
নির্মাল্য বিশ্বাস
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:


ভালো লাগলো দাদা,
উত্তরমুছুন