কবি পৃথা রায়চৌধুরীর 'মন্দ মেয়ের সেলফি' একটি অনুপম কাব্যগ্রন্থ। শৈল্পিক প্রচ্ছদ আর নান্দনিক অলংকরণ প্রথমেই পাঠকের দৃষ্টি কেড়ে নেয়। প্রতিটা কবিতার পরতে পরতে খুব পরিচিত এক অনুভূতির নস্টালজিক প্রকাশ।
"শক্ত হাতে আঁকড়ে ধরতে চেয়েছি
এসপ্ল্যানেডের সেই ডবল স্কুপ ভ্যানিলার
গলে যাওয়া শেষ বিকেল।"
কবিতার প্রচলিত রীতি থেকে একটু ভিন্ন পথে হেঁটেছেন কবি। চিরাচরিত পদ্যছন্দ প্রায় নেই বললেই চলে,অলংকারের ব্যবহার ও নেই। যেটা আছে সেটা হল আমাদের দৈনন্দিন জীবনের টুকরো টুকরো কোলাজ। শব্দের পিঠে শব্দ জুড়ে 'অকল্প চিত্র' এঁকেছেন কবি। কবির ভাষায় "টু বি পেন্সিল, না চারকোল? / যতই কারসাজি হোক ষড় করেছ তুমি।"
কখনো গভীর এক উচ্চারণ পাঠককে স্তব্ধ করে দেয় এক মুহূর্তের জন্য। পরজন্মের মত রূঢ় তত্বকে তুলে ধরেছেন সরল অথচ নিখুঁত ব্যঞ্জনায়।
"আগামী জন্মে আসবে বলে কিছু এলাচ লবঙ্গ প্যাস্টেল
স্মৃতি নিঃশাস করে দিয়েছে,
মেঘ ভাঙলেও আমার চাতক চোখে তোমার সই,
নিশানা পরজন্ম। "
কখনো আবার মন্দ বাসাবাসির গল্প।
'গরম গন্ধ মাখতে মাখতে
রোজ রাতে তোর পূব জানালায় থাকি
ঘুমের দাগ তোর পেন্সিল
ফোটাতে দেখিস থেকেই যাবে
হাজার জন্ম বাকি।"
এ যেন একান্তই পাঠকের নিজের কথা। কবিতার প্রতিটা পঙক্তির সাথে একাত্মতা অনুভব করেন পাঠক। 'মন্দ মেয়ের সেলফি' পড়ে এই কবিতাটি লিখলাম। এটাই আমার চোখে সমগ্র গ্রন্থটির চালচিত্র।
'মন্দ মেয়ের সেলফি' যেন ইচ্ছে ঘুড়ি
'বৃষ্টি শেষে' 'উষা'র আলোয় ইলশেগুঁড়ি।
যাক না 'উড়ে' 'ঘোর' লাগানো শব্দগাথা
মন 'ফ্যাকাশে'র 'স্টীল ফটোগ্রাফ ' নীরব ব্যথা।
'অন্তহীন' ওই আকাশপানে চক্ষুবোজা
'সেই থাকা' তবু প্রাণপণ কোন 'কারণ' খোঁজা।
পুড়ছে পুড়ুক অবুঝ মনের স্বপ্ন যত
'পেন্সিল স্কেচ', 'জলছবি' মন গভীর ক্ষত।।
আমার একান্ত ভালোলাগার এই বইটি অচিরেই পাঠক সমাজে সমাদৃত হবে এই আশা রাখি।
নির্মাল্য বিশ্বাস কলকাতা
কাব্যগ্রন্থঃ মন্দ মেয়ের সেলফি / কবিঃ পৃথা রায়চৌধুরী / প্রকাশকঃ অসময় প্রকাশনী / মূল্য- একশত টাকা / বইটি পাওয়া যাচ্ছে -
* সন্দীপ বুক সেন্টার / ১৫ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট / কফি হাউজের পাশে / ফোন - 9007562920
* ধ্যানবিন্দু / কলেজ স্কোয়ার ইষ্ট, ব্লক ৪, স্টল ৫,৬ / বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট / ফোন - 9836671203
* বাংলাদেশের পাঠকরা তক্ষশীলা, আজিজ মার্কেট, ঢাকা তে অর্ডার করুন। ফোন ০২ ৯৬৬০১৫৮
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন