সাঈদা মিমি

mimi




সময়





হঠাৎ যাকে চিনতে পারিনি: বিরল
আগাছার মতন কিছু রয়ে গেছে
মাথায়; রূপালী কালোর নকশায়--
দাঁতের গড়নে বড় অসমঞ্জ! কোন
এক নিষ্ঠুর দাঁতসেবী
তুলে নিয়ে বাঁচিয়ে দিয়েছে...
মুখোমুখি বসে থাকি সৌজন্য আলাপ
সেরে, এরপর কি কি বলা যায়? ভাবতেই,
বালক বয়স এসে ডাংগুলি খেলে-
ভাবতেই মনে হয়, সেখানেই
ফেলে এসে
এগিয়ে গিয়েছে এক কুঞ্চিত ন্যূজ্ব দিন...




শীতঘুম এবার আসুক




মেরুদেশে রাতের বিশ্রাম নেই
কতদিনমাস!
রক্তাভ সূর্য এলে দিগ্বিজয়ে
যাবো? নির্মম লাভার মত
রক্তস্রোত, নিকেশের বার্তা নিয়ে--
আরও চাই, অনেক; অবিশ্রাম...
শীতঘুম এবার আসুক

সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on ডিসেম্বর ১৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.