সমুদ্র ৩১
আজ সমুদ্রের জন্মদিন
পাথর কাটা হোক আর না হোক
ঢেউ ছোট হোক ঋজু হোক অথবা
ভরা কোটালের মধুরম হোক
কাউকে বলিনি আজ কেকসন্ধ্যা
বলিনি আজ হ্যাপিওয়ালা চাঁদ
কেউ জানে না আজ কার কেল্লাঘড়ি
কেউ শোনেনি আজ শ্রেষ্ঠ মোমরাত
কাউকে বলিনি
আজ সমুদ্রের জন্মদিন
সমুদ্র ৩২
আমি আর ঈশ্বর মুখমখি
ঈশ্বর আমার বুকে এসে আমি হয়ে যাবে
আমি ঈশ্বরের বুকে বসে সমুদ্র হয়ে যাবে
সমুদ্র ৩৩
ফিরেই আসছিলাম
চলেই এসেছিলাম
পেছন থেকে ডাকলো কেউ
টার্ন অ্যারাউন্ড
সামনে থেকে কেউ বললো
রেস্ট ইন পিস
সমুদ্র ৩৪
বেডরুমে হঠাৎ সমুদ্রগর্জন শোনা গেলে কি করবেন ?
সমুদ্রের ডজন থেকে মুছে দেবো গর্জন
বদলে দেবো কাঁপা হাতের শেষ সিগার
ফেসিয়াল জোয়ার করবো নিজেকে
ক্রিসক্রস ঢেউ মনে করিয়ে দেবে অল্প অল্প কেউ
কেউয়ের দু' তরফই বড় হাতের অ্যালফাবেট
ছোটো হাতের টেন্সটি পাস্ট
সমুদ্র ৩৫
সমুদ্রে বড় হয়েছি । সমুদ্রই আমার দেশ । আমি সমুদ্রেই ফিদা । আর সমুদ্র আমার মকবুলের গোলাপশালা ... ।
জলশিল্পে আমার তুলনা মেলা ভার । সে তোমরা যতই রবিঠাকুর আর জীবনানন্দ কপচাও ... জেনে রেখো এরা কেউ আমার মত জোয়ার চিবুতে পারবে না ...জোয়ার চিবুতে চিবুতে সমুদ্র খোদাই করতে পারবে না ... পরমবিশ্বের শূন্যতাকে , ঢেউয়ের শূন্যস্থান দিয়ে পূর্ণ করতে পারবে না ...
মনে রেখো , সমুদ্রের এস্রাজ অনেকেই আঁকতে পারেন । বিতোভেনের সবুজকার্ভ ...গাইতে পারেন অনেকেই ... কিন্তু সামুদ্রিক মোৎসার্ত শুনতে পারে ক ' জন ...
সমুদ্রেের টিউবঅয়েল ... শীর্ণ জরাজীর্ণ জলধারা ... তার অ্যানাটমির গোঙানি ...
জেনে রাখো । জেনে রাখা উচিত তোমাদের ...
সমুদ্রের এক চতুর্থাংশ এখন কালো চাদরের দাদিমা ...
ঘরে এসো , আমাদের কাছে এসো
আদর করে কেউ বলে না ...
সমুদ্র ৩৬
অনেকদিন তাকে দেখি না
পাড়ার বগলদাবায়
বে-পাড়ার বাল্কনিতে
রাত বড় হলে
শুনতে পাই
মিনি প্যান্ট
ডট কম ঢেউ
2 মন্তব্যসমূহ
রত্নদীপা,সমুদ্র নিয়ে দারুণ লিখেছ বস।
উত্তরমুছুনএকদম ফিদা করে দিলে।
অনেকদিন আগে আরব সাগর দেখে এসে সমুদ্র নিয়ে কবিতা লিখেছিলাম।
তোমার কবিতা পড়ে আবার লিখতে ইচ্ছে করছে।
রত্নদীপা,সমুদ্র নিয়ে দারুণ লিখেছ বস।
উত্তরমুছুনএকদম ফিদা করে দিলে।
অনেকদিন আগে আরব সাগর দেখে এসে সমুদ্র নিয়ে কবিতা লিখেছিলাম।
তোমার কবিতা পড়ে আবার লিখতে ইচ্ছে করছে।
সুচিন্তিত মতামত দিন