পিপাসা

দীর্ঘশ্বাসের সমুদ্রে পিপাসা এত ঘন যেন,
মাঝরাতের অন্ধকারে খুঁজছি এক আলোকবর্ষ
এক প্রভাতকন্যার ভুয়ো সন্ধ্যায়
পরিপাটি
এক
আদি
দিগন্ত
অচেনা ধুলোর হামাগুড়ি চেনা ঘ্রাণ
এক ময়মনসিংহের ছেলের চোখে ভরপুর ব্রহ্মপুত্র জল শালিকডাকা দুপুর, বিদায় জবাকাহিনী আদরভরা শেকড়ের ছাদ;
যেন তোমার উচ্চারণের জ্বলজ্বল শব্দ
তলপেট বিকেল সবুজ ঘাসফুল
নরম দ্বিধায় ঘাসের আঙুল
লাজুক স্টেশন সন্ধ্যা ছয়টা-
আশাবাদী তিস্তা এক্সপ্রেস
এইসব শুনে-শুনেই বেড়ে ওঠছে শাদা আগুন
এক বাবার হাহাকার
জানলার কাঁচে এক শুকনো মুখ
বিমুগ্ধ
প্রেমে
এক
অন্তর
পিপাসায়, কেউ নির্জন নয় নিঃসঙ্গ।
বয়স্ক মানুষ
দীর্ঘদিন পাওয়া সম্ভব নয়
মানুষের ভিড়
তন্দ্রালু গ্রীষ্মের দিনে
তোমাদের ঘরের এক কোনে
যে সমস্ত দুঃখ দু'চোখে জল ভরে কাঁদে,
বৃষ্টিধারার শব্দে
উচ্ছল বর্ষায়, তোমাদের জলতলে
যে সমস্ত নিঃসঙ্গতা একেকদিকে ভেঙে পড়ে
কোমল পাপড়ি মেলে বকফুলের শরত্ এ
তোমাদের উঠোনে
যে সমস্ত নীরবতা মেঘের মতো ভেসে বেড়ায়-
মাতাল বিবর্ণতায় পাতা ঝরার হেমন্তে
তোমাদের রান্নাঘরে
যে সমস্ত একাকীত্ব জ্বলজ্বল করে তাকিয়ে আছে;
কুয়াশায় সর পড়া মাঠঘাটে
শূন্য বাতাস ভরা শীতে
তোমাদের সাজঘরে
যে সমস্ত মনোঃকষ্ট উঁকি মারে আয়নার পিছন থেকে
মধ্যবিত্ত জীবনের লাল নীল বসন্তে ফুল ফোটার দিনে, তোমাদের দিন-রাতে তোমাদের ঘরে-বাইরে
যে সমস্ত অসহায়তা অসহ্য দুর্ভোগে
হারিয়ে যায়;
এই সবকিছুই বয়স্ক মানুষের।
সময় পেলেই আমি মুখোমুখি হই বয়স্ক মানুষের- দীর্ঘদিন আমিও একা থাকতে পারি না !
উত্তাপ

খুনের গুজব ছড়িয়ে পড়েছে
কে শুনবে বল?
দখল নিয়েছে হলুদ সবুজ
আলো ছায়া জল।
খুনীরা জেগেছে দিনের আঁধারে
টের পেয়েছে কে?
আঘাতে আঘাতে কাঁদছে মানুষ
চলে তো গেছে সে!
জমিয়ে রেখেছে মনের আদর
ক্ষোভের জলে মা
অঝোর কান্না আকাশে উড়িয়ে
প্রতিবাদে নামা।
সংকেত এসেছে কয়েক পশলা
পায়ে পায়ে শেখে
গণদাবিতে প্রখর উত্তাপ
সূর্য চেয়ে দেখে।
ঐশী দত্ত
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:

ভালো লেগেছে দিদিমণি। বিশেষ করে 'বয়স্ক মানুষ' ও 'উত্তাপ'।
উত্তরমুছুন