সংবিধান পরিবর্তনের জন্য একটি আর্জি
দেশের সংবিধানের বয়স ষাটের ওপর হয়েছে । এরমধ্যে 'প্রস্তাবনা' অংশ বাদে অন্য সব বিষয়ে নতুন আইন প্রণয়ন বা যুগোপযায়ী সংশোধন হয়েছে। ৪৯৮- এ নং ধারার জন্য সাধুবাদ জুটেছে। এর অপব্যবহার দেখে মানুষ যদিও থেকেছে বাকহারা...তবু কিছু ঔদ্ধত্য এর ভয়ে কমেছে বলেই সামগ্রিক ধারণা।
দেশে রাজ্যের সংখ্যা বেড়েছে, ঐ সংবিধানের বরাভয় হাতের
ইশারায়...... আমি চুপ করে থেকেছি। শিল্প
নামের ময়দানবের নামে নাবাল জমির বদলে ফসলি জমি কেড়ে নেওয়া...... আমি চুপ থেকেছি। ধর্ষণের মামলায় অভিযোগকারিনী আর ঋতুমতী নন,
বিচারকের এই রায় শুনে...... আমি কথা বলিনি।
সংবিধান অনুমোদিত আইনের ঢাল পিঠে বেঁধে পুলিশ দাপিয়েছে শিক্ষালয় ও বেশ্যাপট্টি... তাও চুপ থেকেছি।
সংবিধান অনুমোদিত আইনের ঢাল পিঠে বেঁধে পুলিশ দাপিয়েছে শিক্ষালয় ও বেশ্যাপট্টি... তাও চুপ থেকেছি।
চুক্তি ভঙ্গ হলে সাজা হওয়া ও না হওয়া দেখে
দিব্যি বাজার করেছি, বৌয়ের জন্য স্যানিটারি ন্যাপকিন ও প্রেমিকার জন্য টাটকা ব্ল্যাক রোজ
কিনে তৃপ্তির চোঁয়া ঢেকুর তুলেছি, সংবিধানের ওপর ভরসা
রেখেই...
এই সবই বাহ্যিক পিঠ, কেননা তা দৃশ্যমান।
মুদ্রার উল্টো পিঠ—সেখানেও কিছু লেখা থাকে;
গূঢ় কিছু, যা মননের কাছে দায়বদ্ধ হলেও,
অবহেলিত। সংবিধান
প্রণেতারা কী একবারও ভেবেছিলেন না লেখা ‘বিশ্বাসভঙ্গ-র
কথা? এর জন্য
কোনো শাস্তি বরাদ্দ করেননি কেন? দীর্ঘ সময়ের লালনে অদৃশ্য যে মিনার গড়ে ওঠে—তার
হন্তারককে ‘খুনী’ ব’লে চিহ্নিত করার দূরদর্শিতা না দেখাতে পারার জন্য, মাই লর্ড, আপনার দরবারে, আরও একবার সংশোধনের আর্জি জানাচ্ছি।
প্রণব বসুরায়
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
