কালের লিখন

kobitarkrishok



নির্মল জবাব- ০১

কি করো?
-বসে আছি।

বসে বসে
-দেখছি, অবশ্য দেখাও না ঠিক
তাকিয়ে আছি।

-পার্থক্য?
দেখায় স্থির মনের যোগ।
আর তাকিয়ে থাকা সময়ের রোগ।



নির্মল জবাব- ০২

মন খারাপ?
-না তো। অযথা বকছি প্রলাপ।

কি হয়েছে তাহলে?
-ছবি আঁকছি চোখের জলে।

বড় কষ্ট তোমার?
- না না। এ তো অন্তর্গত হাহাকার।
জানো তো প্রত্যেকের বুকে ব্যথার পাহাড়।



নির্মল জবাব- ০৩

কেমন আছেন?
-যেমন দেখছ আমায়।
শব্দের মতো বাঁধা দাড়ি কমায়।

আপনি কি বাক্য?
- ভেবেছিলাম তাই, কিন্তু না
এখানেও আছে নানা মতানৈক্য।



নির্মল জবাব- ০৪

পড়ছেন?
-ভাবছি পড়বো...। আপনাকে।

আমাকে?
- পড়ন!
একদম জলের আঁকার আমি-
সহজলভ্য কিন্তু ভীষণ দামী।
অক্ষর সব জমাট বেঁধে চুলে-
অন্ধকারে লুকায় অলীক ভুলে।

পরের পাঠ?
-জানেন তো শিশু সবাই কালের কাছে
এখনো পার হইনি জীবনের চৌকাঠ।


নির্মল জবাব- ০৫

কি খবর?
- খড়ের খোয়াড়ে
কাটছি জাবর।

কি করো?
- গত মাঘের শীতে
আজো কাঁপছি থরথরো।

কেমন আছো?
- চাইনা মনের খবরে,
চোখ দু'টি মুছো।





নির্মল জবাব- ০৬

কি চাও তুমি?
- আমাকে চাই, এক সকালে সেই যে আমি
হারিয়ে গেলাম, এখনো আমাকে খুঁজে বেড়াই।

তোমাকে পেলে?
- বলবো, কোথায় ছিলে জীবন ফেলে?
জানোনা- সময় আসেনা ফিরে অযথা হারালে।



নির্মল জবাব- ০৭

কি শুনতে চাও?
- জীবনের গল্প বলো তোমার,
কোথায় উৎপত্তি কোন পথে বয়ে যাও।
কোথায় কোথায় ছিলো যাত্রাবিরতি,
বলে যাও শুনবো- সুখ দুখের স্মৃতি।

কোথা থেকে শুরু করি?
- ভেবো না জীবনের সব আহামরি।
শুরু করো প্রথম মানুষ হবার সময়,
কিভাবে চিনলে প্রথম নিজের হৃদয়।
কখন শুনলে প্রথম, বললে প্রথম কথা,
বলে যাও একেএকে বেঁচে থাকার আকুলতা।

শুনবে মৃত্যু কথন?
- উফফ! দূরে যাও, কিচ্ছু চাইনা এখন।
তুমি তবে বেঁচে নেই? মরে আছো বহুদিন,
অকালের আকালে পঁচে হারিয়েছো মধুঋণ।
মৃত মানুষের কোন গল্প থাকেনা। তাই-
শুনবো না কিছু। আমি জীবনের গান গাই।



নির্মল জবাব- ০৮

দুঃখ কি?
-জীবনের দুরন্ত সব ভুল।

সুখ তবে?
- মুক্ত আকাশ, ফুটন্ত ফুল।

দুঃখ সুখের পরের অধ্যায় কি পাঠে?
-এসবের সংজ্ঞা শিখেই জীবন কাটে।



নির্মল জবাব- ০৯

বাবা কে?
-বিজ্ঞান বলে আমার শুক্রদাতা,
মা বলেন- আমার পূজনীয় জন।
আমার চোখে নাকি লুকানো আছে
তাঁর পূরণ না হওয়া অযুত স্বপন।

বাবা কেমন?
-সবাই বলে স্বপ্নের নায়ক সে,
জীবনের সবটা দিয়ে সন্তান ভালোবাসে।
আমি বলি- আমার হৃদয়ের আকাশে,
সে মুনির মতো ধ্যানী। বটবৃক্ষ প্রকাশ্যে।

বাবার মতো?
- না না কিচ্ছু হয়না,
কোথায় করবে শতকোটি বায়না?
জিগ্যেস করো তাকে যার হয়েছে গত।
বাবা ডাকে মুছে যায় অনাহূত ক্ষতো।



নির্মল জবাব- ১০

আপনি জেগে?
- জি মধু অনুরাগে।

এলেন কখন?
- সে তো বহুআগে।

কখন ঘুমান?
- যখন জাগে সবে।

কখন জাগেন?
- জেগে আছি অনুভবে।

বিভেদ কি ঘুম জাগরণে?
-একটা মৃত্যু অন্যটা জীবনের মানে।






নির্মল জবাব-১১

আপনি কে?
- আমি গল্পের মহাসমুদ্র,
একটা বিশাল গল্পগ্রন্থ আমার জীবন।

আপনি কি?
- আমি ঋদ্ধ অভিনেতা,
অসংখ্য চরিত্র আমার শত বিভাজন।



নির্মল জবাব-১২

চোখে কি?
- স্বপ্ন চুঁয়া জল।
বুকে কি?
-প্রত্যাশা সুশীতল।

মুখে কি?
- নিজের মুখোশ।
মনে কি?
- ক্ষুব্ধ অসন্তোষ।

দৃষ্টিতে?
-আষাঢ়ের ভেজাপথ,
কেউ ভিজে যাচ্ছে বৃষ্টিতে।






কালের লিখন কালের লিখন Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.