কোয়েলী ঘোষ



বৃষ্টি যখন এলো 



কবি -- বৃষ্টি তুমি বড় দেরী করে এলে ,
         তোমায় আমি কত ডেকেছিলাম ,
         কবিতায় ,গানে ,সুরে ,ছন্দে --
         তৃষ্ণা -কাতর প্রানের বিফল ভালবাসায় ।

বৃষ্টি -- কেমন করে আসি বল !
         সজল মেঘের বার্তা না পেলে ,
         পূব হাওয়া  না বইলে ,
         ময়ুর ময়ূরীর কলাপে রঙ না ধরলে ,
         কেতকী কদমের ডালে কুসুম না এলে !

কবি -- কত প্রতীক্ষার পর তুমি এলে ,
          রুমঝুম পায়ে ,মনভাসির টানে ,
          দুচোখ ভরে তোমায় দেখি -
          তুমি চলে যাবে না তো বৃষ্টি ?

বৃষ্টি --  চলে তো যেতেই হবে কবি --
          যাবার আগে দিয়ে যাবো ,
          নদীর বুকে ভালবাসার ঢেউ ,
          সবুজ মাটি আর সিক্ত হৃদয় ।

কবি -- আবার এসো বৃষ্টি ,
         তোমার অঝোর ধারায় আমাকে ভিজিয়ে ,
         আমি দুহাত বাড়িয়ে আছি ,থাকবো ---
         আবার কবে আসবে তুমি ?
                             
                                       
কোয়েলী ঘোষ   কোয়েলী  ঘোষ Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.