জয় দিদি কি জয়
কানচাপাটি খেয়ে কবি বুঝলেন কিছু
দুঃখ পেয়ে বসে পথে হবে শুধু কচু
প্রতিবাদ করলে যদি প্রাণসংশয় ঘটে
মাথা থেকে ধর ছিন্ন ? বড় বিপদ বটে
পুনশ্চ মাথায় চিন্তা , খেয়ে পরে মার
বৃদ্ধি পেতে পারে দস্যু -মাতালদের বাড়
আবার এগিয়ে গেলে সমূহ বিপদ
হায় রে কলির কেষ্ট ! এ কি আপদ !
পঞ্চজনে বলে কথা - সত্যি এই কালে
সংশয়ে থাকেন যত আবালবৃদ্ধ জনে
কেউ কাড়ে যত্রতত্রে জননীর সম্মান
পথে ঘাটে আকছার নারীর অপমান
কি আর বলব বাছা জোয়ানদের কথা
খিস্তি-খেউরি , মদ- গাঁজায় ভরা সেই মাথা
রকে ঠেকে আড্ডাবাজি চলে দিনরাত
আটকে গেলে দাদা-দিদি করে কিস্তিমাত
থানা যদি বন্দি করে সে ও ম্যানেজ হয়
বল বল একসাথে জয় দিদি কি জয় !
দেবাশিস কোনার
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন