মিথ্যেবাদী
বলার মত অনেক কথা জমে গেছে মনে
বলতে গেলে বিষফোঁড়া তাই ঝড়ের শব্দ শোনে
উন্নয়নের রথের চাকায় পৃষ্ট হবার সাধ
নষ্ট হল সেদিন , যেদিন হয়েছি বরবাদ
দু' হাত গেছে ফাঁকি দিতে চোখটা গেছে ভয়ে
যা দেখেছি চারদিকে সব মিথ্যে অভিনয়ে
পা চলেনা , বন্ধ যে মুখ শুধুই ঘাড়টি নাড়া
সত্যি কথা বললে পরে থাকবে না কো চারা
প্রতিবাদে যে সব লোকে মুখ খুলেছে আগে
তারাও দেখি ল্যাজ গুটিয়ে এদিক ওদিক ভাগে
কেউবা দেখি মুচলেকা দেয় করে গুণগান
হায় বাঙালি কি হল তোর , থাকে না যে মান ?
পাণ থেকে এক চুন খসলে রে রে করে আসে
ফুল ফুটলে কিই বা হবে , মুকুল বনবাসে
এরপরে যে বলবে কথা বুঝতে হবে তার
ঘাড়ে মাথা একটি তো নয় দুটো আবিষ্কার
মিথ্যেকথার ফুলঝুরিতে বাজনা বাজায় সে
যে যা পারিস আর কটা দিন , নে ভাই লুটে নে !
দেবাশিস কোনার
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন