মাত্র পাঁচ টাকা
কফি হাউসের হাফ সিঁড়িতে উঠলেই
কানে বাজে পাঁচ টাকার শব্দ।
'দিদিভাই এটা নিয়ে যান মাত্র পাঁচ টাকা '
আজকে নরেন্দ্র মোদী কালকে বিবেকানন্দ
পরশু অজানা রবীন্দ্রনাথ কিংবা গোপন গান্ধীজি ,
পাঁচ টাকার কোঁচকানো চামড়ায়
মিশে গেছে ধর্ম থেকে রাজনীতি।
শুধু ম্যানিব্যাগ আর বুকপকেটে খুচরোর আকাল !
কাটলেটে গ্রাস করা নোটগুলো
ডুব সাঁতার দেয় প্রেমিকার প্লেটে।
কোল্ড কফির ক্রিমটা লিপস্টিকের ঘনত্ত্ব কমায় ,
স্যান্ডুইচের ভাঁজে মিশে যায় মাংসল প্রেম ,
সিগারেটের ছাইগুলো রোমান্টিক থেকে
মনে মনে সেক্সি হয়ে ওঠে।
তবুও প্যান্টের পকেটে খুচরোর আকাল..
মৈত্রী গোস্বামী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন